image image image

বিষয়:ব্যবসায়-উদ্দোগ

প্রতিটা প্রশ্নের মান = ১

প্রশ্ন-১. ব্যবসায়ের উত্পত্তির মূল কারণ কোনটি ?

ক. মুনাফা অর্জন খ. মানুষের অভাববোধ গ. বাজার সৃষ্টি ঘ. শিল্পবিপ্লব

প্রশ্ন-২. পণ্য উত্পাদনের সার্থকতা কিসের ওপর নির্ভর করে ?

ক. বিক্রয় করে মুনাফা অর্জনের ওপর খ. গুদামজাতকরণের ওপর গ. ক্রয়-বিক্রয়ের ওপর ঘ. মোড়কীকরণের ওপর

প্রশ্ন-৩. কোন বন্দরকে ‘Porto Grando’ বলা হয় ?

ক. চট্টগ্রাম খ. খুলনা গ. কলকাতা ঘ. সপ্তগ্রাম

প্রশ্ন-৪. বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য ঝিনুকের ব্যবহার কোন যুগের বৈশিষ্ট্য ?

ক. প্রাচীন খ. মধ্য গ. আধুনিক ঘ. মোগল

প্রশ্ন-৫. কোন শতাব্দীতে পর্তুগিজরা এ দেশে বাণিজ্য শুরু করেন ?

ক. দ্বাদশ শতাব্দীতে খ. পঞ্চদশ শতাব্দীতে গ. ষোড়শ শতাব্দীতে ঘ. অষ্টাদশ শতাব্দীতে

প্রশ্ন-৬. কোনটি আইনগত পরিবেশের উপাদান ?

ক. জাতি খ. মূলধন গ. প্রযুক্তি আমদানির ঘ. ভোক্তা আইন

প্রশ্ন-৭. বাণিজ্যের ক্ষেত্রে বাধা কয়টি ?

ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি

প্রশ্ন-৮. কোনটি প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত নয় ?

ক. আমদানি-রপ্তানি খ. ডাক্তারি গ. প্রকৌশলী ফার্ম ঘ. অডিট ফার্ম

প্রশ্ন-৯. খনি থেকে সম্পদ উত্তোলন কোন ধরনের শিল্পের অন্তর্গত ?

ক. নির্মাণশিল্প খ. উত্পাদনশিল্প গ. প্রজননশিল্প ঘ. নিষ্কাশনশিল্প

প্রশ্ন-১০. কাগজি মুদ্রার প্রচলন ঘটে কোন যুগে ?

ক. প্রাচীন যুগে খ. মধ্যযুগে গ. আধুনিক যুগে ঘ. প্রস্তর যুগে

প্রশ্ন-১১. আধুনিক ব্যবসাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় ?

ক. ২ ভাগে খ. ৪ ভাগে গ. ৩ ভাগে ঘ. ৫ ভাগে

প্রশ্ন-১২. ATM–এর পূর্ণ রূপ কী ?

ক. Automated Teller Machine খ. Automatic Taka Machine গ. Automated Taka Maker ঘ. All Time Money

প্রশ্ন-১৩. বিমাব্যবস্থার প্রচলন হয় কোন যুগে ?

ক. মধ্য খ. আধুনিক গ. প্রস্তর ঘ. প্রাচীন

প্রশ্ন-১৪. ব্যাংকব্যবস্থার প্রচলন হয় কোন যুগে ?

ক. মধ্য যুগে খ. আধুনিক যুগে গ. প্রস্তর যুগে ঘ. প্রাচীন যুগে

প্রশ্ন-১৫. কোনটি আধুনিক যুগের নিদর্শন ?

ক. সংগঠন খ. শিল্পবিপ্লব গ. দ্রব্য বিনিময় ঘ. কাগুজে মুদ্রা

প্রশ্ন-১৬. ব্যবসায়ে কোনটি বিদ্যমান ?

ক. ঝুঁকি খ. মুনাফা গ. ব্যর্থতা ঘ. নিশ্চিত সফলতা

প্রশ্ন-১৭. ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কোন যুগে ?

ক. প্রাচীন যুগে খ. প্রাক্​–মধ্যযুগে গ. আধুনিক যুগে ঘ. মধ্যযুগে

প্রশ্ন-১৮. ব্যবসায়ের ক্ষতির আশঙ্কাকে কী বলে ?

ক. ক্ষতি খ. ঝুঁকি গ. মুনাফা ঘ. অর্থ

প্রশ্ন-১৯. প্রত্যক্ষ সেবাধর্মী ব্যবসায়— ?

i. লন্ড্রি

ii. সেলুন

iii. বিউটি পারলার

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii

প্রশ্ন-২০. একসময় কোন কোন ক্ষেত্রে আমাদের দেশ বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে ?

i. জামদানি শাড়ি

ii. মসলিন শাড়ি

iii. জাহাজ নির্মাণ

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii

প্রশ্ন-২১. ব্যবসায়ের সময়গত বাধা দূর করে কোনটি ?

ক. বিমা খ. গুদামজাতকরণ গ. ব্যাংকিং ঘ. পরিবহন

প্রশ্ন-২২. কর মওকুফ কোন ধরনের সুবিধা ?

ক. অর্থনৈতিক খ. সামাজিক গ. বেসরকারি ঘ. সরকারি

প্রশ্ন-২৩. ভোক্তার নিকট পণ্য বা সেবা প্রেরণের সকল বাধা দূর করে কোনটি ?

ক. ব্যবসা খ. শিল্প গ. উত্পাদন ঘ. বাণিজ্য

প্রশ্ন-২৪. মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ী কী করেন ?

ক. চাকরি খ. বিনিয়োগ গ. ব্যয় ঘ. ভোগ

প্রশ্ন-২৫. বায়ু দূষিত হয় কিসের কারণে ?

ক. কৃষিক্ষেত্রে সার ব্যবহারের কারণে খ. অধিক বৃষ্টিপাতের কারণে গ. গাছ কাটার কারণে ঘ. যানবাহনের ধোঁয়ার কারণে

সঠিক উত্তর দেখতে এখানে ক্লিক করুন